সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৩৯ পূর্বাহ্ন

ফের আলোচনায় সোনাক্ষী সিনহা

বিনোদন ডেস্ক / ২৫ জন দেখেছেন
আপডেট : জুলাই ২৯, ২০২৪
বিয়ে নিয়ে স্পষ্ট কথা সোনাক্ষীর
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

দুজনের ধর্ম আলাদা। কিন্তু তাদের ভালোবাসার বিয়েতে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বলা হচ্ছে সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের কথা। ভারতীয় বিশেষ বিবাহ আইনে গেল ২৩ জুন মালাবদল করেন তারা। তবে বিয়ের কথা শুরুর পর থেকেই এ অভিনেত্রী আলোচনার তুঙ্গে। একের পর এক নেতিবাচক কথা চলছে তাকে নিয়ে। হোক সে ধর্ম পরিবর্তন, বিয়ের পোশাক অথবা পরিবারের সম্মতি নিয়ে। কিন্তু সবশেষে বিয়ের পর গুঞ্জন ছড়িয়েছে তার মা হওয়ার খবর নিয়ে।

তবে এবার নতুন খবর। বিয়ের পর সোনাক্ষীকে দেখা গেছে এক নুতন রুপে। বিয়ের পর তার প্রথম র‍্যাম্পে হাঁটা। গত শনিবার দিল্লিতে ইন্ডিয়া কাউচার উইকে ডিজাইনার ডলি জে-এর শো-স্টপার হয়েছিলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। পরনে ছিলো হাই স্লিট, চকচকে ব্লাশ গোলাপি গাউন। সেদিন বেশ প্রফুল্ল দেখাচ্ছিল তাকে।

সেদিন সোনাক্ষী র‍্যাম্পের পাশাপাশি “দ্য কার্ডিগানসের লাভফুল” গানটিতে নেচে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন তিনি। তবে সেখানেও খুব একটা ব্যতিক্রম কিছু ঘটেনি। তার বিয়ের সাজ, পোশাক নিয়ে জানতে চান তারা।

প্রতিউত্তরে সোনাক্ষী বলেন, বিয়েতে তিনি সাচ্ছন্দ্যে ছিলেন। স্বাধীনভাবে উপভোগ করেছিলেন। পোশাক নির্বাচনে অল্প সময় লেগেছিলো। কারণ তিনি আগে থেকেই নির্ধারণ করে রেখেছিলেন বিয়েতে হালকা সাজের সঙ্গে লাল শাড়ি এবং তার মায়ের বিয়ের গহনা পরবেন। আর এজন্যই তিনি বিয়েতে এতো প্রাণবন্ত ছিলেন।

উল্লেখ্য, সোনাক্ষী সিনহাকে ২০২২ সালে প্রথম স্বামী জাহির ইকবালের সঙ্গে “ ডাবল এক্সএল “ সিনেমায় দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান