দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণকে কেন্দ্র করে এখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। তার পক্ষে এবার মাঠে নেমে ভোট চাইছেন জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর হাজারীবাগের টালী মোড় থেকে নৌকা মার্কার প্রচারণা শুরু করেন অভিনেতা মিশা। এরপর সুলতানগঞ্জ রোড, রায়েরবাজার এলাকায়ও প্রচারণা চালান। এ সময় তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় চিত্রনায়ক ফেরদৌসের পক্ষে নৌকায় ভোট চেয়ে অভিনেতা মিশা ভোটারদের উদ্দেশে বলেন, ফেরদৌস আমাদের ছোট ভাই। সে খুবই ভালো মানুষ। তাকে আপনারা ভোট দিয়েন, আপনাদের উন্নয়ন হবে।
এছাড়া সাংবাদিকদের তিনি বলেন, ফেরদৌসের সিনেমা ক্যারিয়ারের শুরুতে আমি ছিলাম। তার সবশেষ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছি। তার সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক। এটা শুধু আমার সঙ্গে নয়, ইন্ডাস্ট্রির সবার সঙ্গে ভালো সম্পর্ক তার। এ কারণেই তার পক্ষে ভোট চাইতে এসেছি আমি। আমার দৃঢ় বিশ্বাস, সে এমপি হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করবে। এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে।
এ সময় খল-অভিনেতা মিশা আরও বলেন, ফেরদৌস এমন অভিনেতা, যার জীবনে কোনো ধরনের স্ক্যান্ডাল নেই। সে কখনো কোনো বেফাস মন্তব্য করেননি, তার অনেক ধৈর্য। আমি মনে করি সে রাজনীতিতে ভালো করবেন।
You must be logged in to post a comment.