কিংবদন্তি পেলেকে শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিল তারকা নেইমার। ইন্সটাগ্রামে লিখেছেন, ‘আমি বলব যে পেলের আগে ফুটবল ছিল শুধুমাত্র একটি খেলা। তিনি সবকিছু বদলে দিয়েছেন। ফুটবলকে শিল্পে, বিনোদনে রূপান্তরিত করেছেন।
নেইমার আরও বলেন, ‘তিনি দরিদ্রদের, কৃষ্ণাঙ্গ মানুষের কণ্ঠ দিয়েছেন। এই রাজার জন্য ফুটবল এবং ব্রাজিল তাদের মর্যাদা উন্নীত করেছে। তিনি চলে গেছেন কিন্তু তার জাদু থেকে যাবে। পেলে চিরন্তন!’
You must be logged in to post a comment.