ইসারায়েল বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের র্যাপ সংগীত তারকা উইজ খলিফা।
গত ১৭ আগস্ট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। এছাড়া ১৯ আগস্ট দ্যা ইসলামিক ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, নূরীকাদ্দৌরা নামে এক ব্যবহারকারী টিকটকে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের ডালাসে একটি শোতে পারফর্মের সময় ফিলিস্তিনের পতাকা সাদৃশ্য একটি স্কার্ফ তুলে ধরছেন র্যাপার উইজ খলিফা।
এ সময় ‘সি ইউ এগেইন’ গানটি পরিবেশন করছিলেন বিশ্বজুড়ে পরিচিত এই র্যাপার।
উইজ খলিফা ছাড়া এর আগে হলিউডের অনেক তারকাও ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন। অভিনেতা মার্ক রাফালো, সুসান সারানডন, গেল গার্সিয়া বার্নাল, ভিগো মরটেনসেনসহ অনেক তারকাই নিন্দা প্রকাশ করেছেন ইসরায়েলি বাহিনীর হামলার প্রতি।
এদিকে সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েল বাহিনী বিমান হামলা চালালে আবারও ক্ষতিগ্রস্ত হয় ফিলিস্তিন। গত ৭ আগস্ট দুই দেশের বাহিনী বিরতি ঘোষণা করে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজা উপত্যকায় ৫ থেকে ৭ আগস্ট পর্যন্ত লড়াইয়ে ১৭ শিশু এবং চার নারীসহ অন্তত ৪৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৬০ জন।
You must be logged in to post a comment.