মোটা হয়ে যাচ্ছেন, এই পোশাকে ঠিক মানাচ্ছে না— প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বডি শেমিংয়ের শিকার হতে হয় টালিউড অভিনেত্রী শ্রাবন্তীকে। কেবল সোশ্যালে নয়, কিছুদিন আগে ইন্ডাস্ট্রিতেও মোটা হওয়া নিয়ে নানান কথা শুনতে হয়েছিল এই অভিনেত্রীকে। ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন শ্রাবন্তী।
টালিউডের এই তারকা কখনো কোনো কথায় কান দেন না, এ কথাও স্পষ্ট জানিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি ‘অচেনা উত্তম’ সিনেমার জন্য কিছুটা ওজন বাড়াতে হয়েছিল তাকে। গত জুলাইতেই মুক্তি পেয়েছে সেই সিনেমা। এতে মহানায়কের স্ত্রী গৌরী দেবীর ভূমিকায় দেখা গেছে অভিনেত্রীকে।
অভিনয় হলেও গ্ল্যামার দুনিয়ার বাসিন্দা তিনি। এ কারণে রোগা তাকে হতেই হবে। এ জন্য আপাতত জিমে গিয়ে শরীর চর্চার করছেন তিনি। সম্প্রতি তারই একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শ্রাবন্তী। সেখানে তাকে দেখে এটা স্পষ্ট, ওজন বাড়ুক আর নাই বাড়ুক, তিনি দিব্যি ফিট।
নায়িকা ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “মানব প্রাণীর সংযোগ, যোগাযোগ এবং কার্যকারিতা উন্নত করুন”।
অভিনেত্রীর জিমের ভিডিওর নিচে নানা মন্তব্য এসেছে। সেখানে কেউ তাকে কঠোর পরিশ্রমের জন্য বাহবা দিচ্ছেন, আবার কেউ তার এই চর্চাকে ধরে রাখার জন্য বলছেন। সূত্র: জি-নিউজ
https://www.facebook.com/srabanti.actress/videos/804883340867098/?t=2
You must be logged in to post a comment.