রাজধানীর অন্যতম ব্যস্ততম জায়গা ফার্মগেট। নানা ধরনের মানুষের আনাগোনা। কেউ থাকে ধাঁধায়, কেউ-বা ধান্দায়। আছে নানা শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারের ভিড়! এখানে জমে ওঠে মজার সব আড্ডা। চলে সকাল থেকে রাত অবধি। এসব ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে একাধিক কনটেন্ট। তৈরি হয়েছে মূল ধারার নাটকও। এবার নাটকের পর্দায় আরও একবার উঠে আসছে স্থানটি।
‘ফার্মগেট’ শিরোনামে নাটকটি রচনা ও পরিচালনা করছেন শাহজাদা শাহেদ। ৭ অক্টোবর থেকে ফার্মগেট ও তার আশপাশ এলাকায় নাটকটির দৃশ্যধারণ শুরু হবে। আর এতে অভিনয় করছেন সামিরা খান মাহি।
তিনি বলেন, ‘ফার্মগেটের গল্প নিয়ে এ নাটকটি নির্মাণ করা হবে। এখানে আমি অভিনয় করেছি সাধারণ মেয়ের চরিত্রে। গল্প ও চরিত্র দুটোই দারুণ। আশা করি, ভালো একটি কাজ হবে।’
প্রসঙ্গত, নাটকটি তৈরি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র প্রযোজনায়।
You must be logged in to post a comment.