বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ অপরাহ্ন

ফারুক ভাই আমাকে আগলে রাখতেন: শাকিব

ফোরাম প্রতিবেদক / ৬৪ জন দেখেছেন
আপডেট : মে ১৬, ২০২৩
ফারুক ভাই আমাকে আগলে রাখতেন: শাকিব
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ফারুক ভাই সবসময় আমাকে আগলে রাখতেন। আমাকে বলতেন চলচ্চিত্রের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আরও অনেক কথা বলে স্নেহ করতেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বিভিন্ন সময় আমার সিনেমার পোস্টার বা কিছু রিলিজ হলে উনি খুব অ্যাপ্রিসিয়েট করতেন, আমাকে উৎসাহ দিতেন; মঙ্গলবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে চিত্রনায়ক ফারুকের তৃতীয় নামাজে জানাজায় অংশ নিয়ে এভাবেই কথাগুলো বলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান।

শাকিব খান বলেন, ‘কদিন পর পর যখন ফারুক ভাইয়ের খবর নিতাম, শুনতাম তিনি ভালো হয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন। আমিও ভাবতাম কদিন পরেই বুঝি চলে আসবেন।’

তিনি আরও বলেন, ‘‘ফারুক ভাই সংসদ সদস্য হওয়ার পরে আমি তাকে বলতাম আমার ভাবতেও ভাল লাগে যে আমি এলাকায় থাকি সে এলাকার এমপি হলেন আমার বড় ভাই। ফারুক ভাইয়ের চলে যাওয়ায় চলচ্চিত্রের মানুষ বিশাল একজন অভিভাবককে হারালো। তিনি সবসময় আমাকে, চলচ্চিত্রের মানুষদেরকে বলতেন- ‘এরা আমার প্রাণের মানুষ, আমার ভালোবাসার পৃথিবীর মানুষ।’’

এই চিত্রনায়ক আরও বলেন, ‘অনেকদিন ধরেই ফারুক ভাই অসুস্থতায় কষ্ট পাচ্ছিলেন। তার পরিবারও সাফার করছিলেন। ভাবি বাচ্চারাও কষ্ট পাচ্ছিল। ফারুক ভাই কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ তাকে নিয়ে গেছেন। এখন আল্লাহতায়ালা তাকে শান্তিতে রাখুন। আল্লাপাক তাকে বেহেশতে নসিব করুন।’

১৫ মে স্থানীয় সময় সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীর মুক্তিযোদ্ধা, চিত্রনায়ক ও ঢাকা ১৭ আসনের এমপি আকবর হোসেন পাঠান ফারুক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এরপর মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৫০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় পৌঁছায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান