গতকাল (১৩ আগস্ট) রাতে এক চোখে ব্যান্ডেজ মোড়ানো একটি ছবি ফেসবুকে প্রকাশ করেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সঙ্গে জানান দেন, ‘সেরে ওঠা না পর্যন্ত বিরতি।’ তার প্রকাশিত ছবি দেখে স্পষ্ট- তার বাঁ চোখে অস্ত্রোপচার হয়েছে। আর সে কারণেই ব্যান্ডেজ মোড়ানো হয়েছে তার চোখ।
বিষয়টি নিয়ে জানতে যোগাযোগ করা হয় ফারিয়ার সঙ্গে। এই নায়িকা ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘বাম চোখে সিরিয়াস ধরনের ইনফেকশন হয়েছিল। আপাতত বিশ্রামে আছি!’
জানান, চোখ সংবেদনশীল হওয়ায় দ্রুতই তা অস্ত্রোপচার করা হয়। যা হয়েছে গতকাল সন্ধ্যাই বনানীর একটি হাসপাতালে।
অসুস্থতার কারণে বেশিক্ষণ কথা বলতে পারেননি ফারিয়া। নায়িকার মা ফেরদৌসী বেগম জানালেন, বেশ কিছু দিন ধরেই ওর চোখে সমস্যা হচ্ছিল। এর কারণে কিছুদিন কাজও বন্ধ রেখেছে। অবশেষে গতকাল সন্ধ্যায় সেটির অস্ত্রোপচার হয়েছে। ঘণ্টা দেড়েকে লেগেছে হাসপাতালে। রাতেই বাসায় ফিরেছেন ফারিয়া। কিছুদিন বিশ্রামে থাকতে হবে। আর এই সময়টা কাজ থেকে দূরে থাকবেন ফারিয়া।
You must be logged in to post a comment.