শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:২০ অপরাহ্ন

ফাইনাল ম্যাচে রেফারি মারচিনিয়াকের অতীত

ফোরাম প্রতিবেদক / ৮৭ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ১৬, ২০২২
ফাইনাল ম্যাচে রেফারি মারচিনিয়াকের অতীত
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কাতার বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে লুসাইল স্টেডিয়ামে রোববার (১৮ ডিসেম্বর) মুখোমুখি হবে ফ্রান্স-আর্জেন্টিনা। ম্যাচ পরিচালনা করবেন পোল্যান্ডের রেফারি সিমন মারচিনিয়াক। তিনি আগেও আর্জেন্টিনার ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। তার সিদ্ধান্ত নিয়ে

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের দায়িত্বে ছিলেন অ্যান্টোনিও মাতেউ। ওই ম্যাচে ১৯ কার্ড দেখিয়ে তিনি হইচই ফেলে দিয়েছেন ফুটবল বিশ্বে। পরে দায়িত্ব শেষ হওয়ায় তিনি ফিরে গেছেন বাড়ি।

এবার ফাইনাল ম্যাচে রিফারি নির্বাচনে অনেক বড় নামও সামনে এসেছিল। কিন্তু সবাইকে টপকে ম্যাচ পরিচালনা করার দায়িত্ব পেলেন পোল্যান্ডের রেফারি মারচিনিয়াক। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ তাকে বেশ শক্ত হাতে পরিচালনা করতে হবে, যেন কোনো অপ্রীতিকর অবস্থার সৃষ্টি না হয়। মারচিনিয়াকের সহকারী হিসেবে থাকবেন তার স্বদেশি পাওয়েল সোকোলনিকি ও তমাস লিস্তকিয়েভিচ।

পেশাদার ফুটবল রেফারি হিসেবে দীর্ঘদিন বিভিন্ন ম্যাচ পরিচালনা করে আসছেন পোল্যান্ডের ভিসলা প্লকে জন্ম নেয়া মারচিনিয়াক। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ২০১৪ সালে রেফারি হিসেবে অভিষেক হয় তার।

কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের ফ্রান্স-ডেনমার্ক এবং শেষ ষোলোর আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এর মধ্যে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া দ্বৈরথে একটি হ্যান্ডবলের জোরাল আবেদন উঠেছিল আলবিসেলেস্তে শিবির থেকে। কিন্তু মারচিনিয়াক তা বাতিল করে দেন। এমনকি ভিএআর প্রযুক্তির সাহায্যও নেননি এই পোলিশ রেফারি। যদিও ওই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল লাতিন আমেরিকার জায়ান্টরা।

এই বিশ্বকাপের আগেও মেসিদের সঙ্গে তার দেখা হয়েছিল। ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেও আর্জেন্টিনার একটি ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন মারচিনিয়াক। সেই ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিলেন লিওনেল মেসিরা। সেই ম্যাচেও ক্রিস্টিয়ান পাভনকে বক্সে ফাউল করা সত্ত্বেও একটি ন্যায্য পেনাল্টি না দেয়ার অভিযোগ উঠেছিল এই পোলিশ রেফারির বিরুদ্ধে।

এছাড়া, ২০১৮ সালের উয়েফা সুপারকাপ ফাইনালে রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেছিলেন ৪১ বছর বয়সী মারচিনিয়াক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান