বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৮ পূর্বাহ্ন

ফাইনালে বিশ্বকাপের মঞ্চে থাকবেন দীপিকা

ফোরাম প্রতিবেদক / ৯২ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ৭, ২০২২
ফাইনালে বিশ্বকাপের মঞ্চে থাকবেন দীপিকা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

কাতার বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে বলিউড অভিনেত্রী দীপিকা পাদুকনকে। আগামী ১৮ই ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল খেলা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এদিন ফাইনালের মঞ্চে থাকবেন বলিউড সুন্দরী দীপিকা।

ফাইনালের মঞ্চে তিনি পারফর্ম করবেন কিনা তা জানা যায়নি। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক অভিনেত্রী ও গায়িকার পারফর্ম করার কথা ছিল। তবে শেষ পর্যন্ত কোনো নারী শিল্পীকে পারফর্ম করতে দেখা যায়নি কাতারে।

উল্লেখ্য, এর আগেও আন্তর্জাতিক মঞ্চে বেশ কয়েকবার অংশ নিয়েছেন দীপিকা। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে বিচারক হয়ে ভারতের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন। এবার তাকে দেখা যাবে বিশ্বকাপের মঞ্চেও।

এদিকে, আগামী জানুয়ারিতে মুক্তি পাবে দীপিকা অভিনীত সিনেমা ‘পাঠান’। সেখানে শাহরুখ খান এবং জন আব্রাহামকেও দেখা যাবে। এছাড়াও মুক্তির অপেক্ষায় আরো দুই সিনেমা। সবশেষ দীপিকাকে দেখা গেছে ‘গেহরাইয়াঁ’ সিনেমায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান