আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ফ্রান্স দলে। ‘ক্যামেল ভাইরাস’ এ আক্রান্ত হয়ে সেমিফাইনালে খেলতে পারেননি ফ্রান্সের তিন ফুটবলার। এবার নতুন করে যোগ হয়েছে আরো দুইজনের নাম।
মরক্কোর বিপক্ষে সেমিফাইনালের আগে ক্যামেল ভাইরাসে আক্রান্ত হন ডিফেন্ডার দায়োত উপামেকানো, আন্দ্রিয়াঁ রাবিও, ফরোয়ার্ড কিংসলি কোমান। যে কারণে তাদের আইসোলেশনে রাখা হয়। পরবর্তীতে নামা হয়নি ম্যাচে।
বিশ্বকাপ ফাইনালের ঠিক একদিন আগে একই লক্ষণ দেখা গেছে ফ্রান্সের আরো দুই ফুটবলারের মাঝে। বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রাফায়েল ভারানে ও ইব্রাহিম কোনাতে জ্বরে আক্রান্ত। যে কারণে তাদের অনুশীলনে দেখা যায়নি।
মধ্যপ্রাচ্যে ক্যামেল ভাইরাস পরিচিত এক নাম। এই ভাইরাস সাধারণত উট থেকে ছড়ায়। ভাইরাসটি ছোঁয়াচে। তবে খুব বেশি নয়। ‘ক্যামেল ভাইরাস’ ফ্লুতে আক্রান্ত হলে জ্বর আসবে, এরপর কাশি শুরু হবে; থাকবে ডায়রিয়া আর বমি বমি ভাব। সব মিলিয়ে এই ভাইরাস নিয়ে ফুটবল খেলা কোনোভাবেই সম্ভব নয়।
এক সংবাদ সম্মেলনে ফরাসি স্ট্রাইকার কলো মুয়ানি বলেন, ভাইরাসে আক্রান্ত সবাই আইসোলেশনে আছে। চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণ করছেন।
ফাইনালে এ পাঁচজন না খেলতে পারলে সমস্যাতেই পড়তে হবে দলটির কোচ দিদিয়ের দেশমকে। দেশম বলেছেন, ‘আক্রান্ত খেলোয়াড়দের সম্ভাব্য সর্বোচ্চ যত্ন নেয়া হচ্ছে। একই সঙ্গে সম্ভাব্য সব ধরনের সতর্কতা নেয়া হয়েছে। যাতে করে ভাইরাস দলের বাকি সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে।’
You must be logged in to post a comment.