‘ফাইটার’ ছবির প্রথম গানে নজর কাড়লেন হৃতিক-দীপিকা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সিদ্ধার্থ আনন্দর ‘ফাইটার’ ছবির টিজার। অ্যাকশনে ভরপুর সেই টিজার দেখে মুগ্ধ হয়েছেন দর্শকরা।
শুক্রবার (১৫ই ডিসেম্বর) সকালে মুক্তি পেলো সিনেমার প্রথম গান ‘শের খুল গায়ে’। তাতে হৃতিক-দীপিকা যেন একে অপরকে টক্কর দিলেন গানের তালে।
‘শের খুল গায়ে’ গানটি গেয়েছেন বিশাল-শেখর, বেনি দয়াল ও শিল্পা রাও। গানটি লিখেছেন কুমার। সংগীত পরিচালনা করেছেন বিশাল-শেখর।
প্রথম থেকেই ‘ফাইটার’ ছবি নিয়ে দর্শক উৎসাহ ছিল তুঙ্গে। এক ফ্রেমে হৃতিক ও দীপিকার রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন সিনেপ্রেমীরা।
‘ফাইটার’ ছবিতে স্কোয়াড্রন লিডার শামশের পাঠানিয়া ওরফে প্যাটির চরিত্রে দেখা যাবে হৃতিককে। অন্যদিকে, দীপিকার চরিত্রের নাম মিন্নি।
শোনা যাচ্ছে ‘ফাইটার’ হলো বলিউডের প্রথম সিনেমা, যেখানে অ্যাকশনের দৃশ্য মাঝ আকাশে শুট হয়েছে। ভরপুর অ্যাকশনে ভরা এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও আছেন অনিল কাপুর, করণ সিং গ্রোভার প্রমুখ।
২০২৪ সালের ২৬শে জানুয়ারি বিশ্বজুড়ে মুক্তির কথা রয়েছে ‘ফাইটার’।
You must be logged in to post a comment.