মুক্তিযোদ্ধা ও গণসংগীতশিল্পী ফকির আলমগীরের নামে উদ্বোধন করা হচ্ছে রাজধানীর একটি সড়ক। আজ (২৩ জুলাই) শিল্পীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সড়কটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
জানা যায়, নিজের নামে সড়কের নামকরণ হোক, জীবদ্দশায় এমনটাই চেয়েছিলেন ফকির আলমগীর। তার মৃত্যুর দুই মাসের মাথায় উত্তর সিটি করপোরেশনের বোর্ড সভায় সিদ্ধান্ত হয় ফকির আলমগীরের নামে রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার ৬ নম্বর সড়কটির নামকরণ করার।
সড়কটি উদ্বোধন করবেন মেয়র আতিকুল ইসলাম। ফকির আলমগীরের ছেলে মাশুক আলমগীর বলেন, ‘মৃত্যুর কয়েক মাস আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে আলাপে নিজের নামের সড়ক হওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন বাবা। তার সে কথাকে সম্মান জানিয়ে এর উদ্যোগও নেওয়া হয়। কিন্তু করোনার কারণে দাপ্তরিক কাজ বন্ধ থাকায় জীবিত অবস্থায় তা দেখে যেতে পারেননি তিনি। এমন উদ্যোগ বাস্তবায়নে মেয়র আতিকুল ইসলামের কাছে আমাদের পরিবার চিরকৃতজ্ঞ।’
জানা যায়, চৌধুরীপাড়ার ৬ নম্বর সড়কেই ফকির আলমগীরের বাসা। শুধু নামকরণ নয়, সড়কে একটি ফলকও থাকবে, সেখানে একনজরে ফকির আলমগীর সম্পর্কে জানতে পারবে পথচারীরা।
You must be logged in to post a comment.