প্রার্থনা ফারদিন দীঘি, শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেন। তারপরে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবেও অভিষেক করেন দীঘি।
সম্প্রতি এই অভিনেত্রী সিনেমার তারকাদের প্রেমের গুঞ্জনের বিষয়ে কথা বলেছেন। জানিয়েছেন, নায়িকাদের প্রেম নিয়ে গুঞ্জন থাকা স্বাভাবিক।
শাকিবকে কঠিন হুমকি দিলেন ডিপজল
দীঘি বলেন, নায়িকাদের গুঞ্জন থাকা স্বাভাবিক। যতবারই আমাকে বলেছে, আমি বলেছি গুঞ্জন থাকবেই। গুঞ্জন থাকুক, আমার কোনো সমস্যা নেই। আর যখন এমন কিছু হবে তখন আমি নিজেই জানাব। গুঞ্জন শুনে যারা আপাতত খুশি তারা গুঞ্জন নিয়েই থাকুক। সত্যটা বিশ্বাসের প্রয়োজন নেই, যদি ভালো না লাগে। তবে আমারটা আমি নিজে জানাব।
ব্যক্তি ও প্রোফেশনাল লাইফ একদমই আলাদা জানিয়ে তিনি আরও বলেন, আমার মনে হয় আমাদের প্রাইভেসি আমরা যতটুকু মেইনটেইন করে রাখি, যারা বাইরে থেকে দেখছে তাদেরও ওই স্পেসটা আমাদের দেয়া উচিত।
দীঘি বলেন, দর্শকদের যতটুকু দেখাচ্ছি ততটুকুই নেয়া উচিত তাদের। কারণ সবারই তো প্রাইভেসি আছে, পার্সোনাল লাইফ আছে। সবাই সবার সঙ্গে তো কথা শেয়ার করে না, তো আমরাই বা কেন পার্সোনাল সব ক্যামেরার সামনে দেখাব।
You must be logged in to post a comment.