শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন

প্রেমে পড়েছেন নার্গিস ফাখরি

বিনোদন ডেস্ক / ৭৭ জন দেখেছেন
আপডেট : ডিসেম্বর ২০, ২০২৩
প্রেমে পড়েছেন নার্গিস ফাখরি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী অভিনেত্রীর ভাষ্য, আবেগে ভেসে গিয়েছিলাম তখন। ভেবে দেখুন, হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন আপনি জনপ্রিয় হয়ে গেছেন। আপনি নিজেও একটু ভ্যাবাচাকা খাবেন।

নার্গিস ফাখরি এখন থেকে ঠিক ১২ বছর আগে অভিষেক করেছিলেন বলিউড ইন্ডাস্ট্রিতে। নির্মাতা ইমতিয়াজ আলির ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে ডেবিউ করলেও অল্প সময়ের মধ্যেই আলোচনায় উঠে আসেন তিনি। আর এসবের সঙ্গে নাকি ওই সময় ডিল করা মোটেও সহজ ছিল না অভিনেত্রীর।

এদিকে দীর্ঘ সময় পেরিয়ে এখনো ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্ক ভালো রাখার ক্ষেত্রে বেশ দারুণ নার্গিস। কঠিন পরিস্থিতিতে নিজেকে কীভাবে মানিয়েছেন, এ ব্যাপারেও কথা বলেছেন। তিনি বলেন, সংবেদনশীল মনোভাবের জন্য হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পথ চলা আমার কঠিন ছিল। এসব কিছুতেই মানুষ বুঝে উঠতে পারেন না। আবার খ্যাতিও কিছুটা অবাক করেছিল আমায়।

নার্গিস বলেন, আমাকে কেউ চেনে না―এই পরিস্থিতি থেকে সবাই চিনে উঠেছে আমায়, সেটাও হঠাৎ করে। আমার সঙ্গে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হতো, অভিভূত হওয়ার মতো অনুভূতি। আর এসবের জন্য আমি অবশ্য কৃতজ্ঞ।

সম্প্রতি ‘তাতলুবাজ’ সিনেমার মাধ্যমে ওটিটিতে ডেবিউ করেছেন নার্গিস। ক্যারিয়ারের শুরুর দিকের কথা মনে হতেই বলেন, আমাকে ভুল মনে করা হতো। কারণ, সবাই যেটা করতো আমি সেটা করতাম না কখনো। সবসময় নিজের পথে চলার চেষ্টা করেছি আমি। যা কিনা অদ্ভুত ভাবত সবাই।

তবে শুধু যে ক্যারিয়ার নিয়েই কথা বলেছেন এই অভিনেত্রী, তা নয়। ব্যক্তিজীবন প্রসঙ্গে তিনি জানান, তার জীবনে কেউ একজন এসেছে। তার সঙ্গে বেশ খুশি। জীবনে সেই মানুষটি আসায় নিজেকে ভাগ্যবানও মনে করেন। তবে এর থেকে বেশি কিছু জানাননি নার্গিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান