বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৫ পূর্বাহ্ন

প্রেমে পড়েছেন কঙ্গনা!

ফোরাম প্রতিবেদক / ১৩৫ জন দেখেছেন
আপডেট : ফেব্রুয়ারি ১৪, ২০২৩
প্রেমে পড়েছেন কঙ্গনা!
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউড ‘কুইন’ নামে খ্যাত কঙ্গনা রানাউত। বলিপাড়ায় খুব কম তারকা রয়েছেন, যাঁর সঙ্গে তার সম্পর্ক ভালো। গোটা বলিউডকে তিনি ‘বুলিউড’ তকমা দিয়েছেন স্বজনপ্রীতির অভিযোগ তুলে। ‘ঠোঁটকাটা’ বলে তাঁর নামডাক আছে বলিপাড়ায়।

ভালোবাসা দিবসের মাত্র এক দিন আগে সেই ‘ঠোঁটকাটা’ তারকার গলায় নরম সুর। তবে কি প্রেমে পড়েছেন কঙ্গনা? নানান জল্পনা-কল্পনা অনুরাগীদের মধ্যে।

নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে সদগুরুর একটি ভিডিও শেয়ার করেন কঙ্গনা। ওই ভিডিওতে আধ্যাত্মিক আঙ্গিকে প্রেমের বিষয়ে কথা বলেছেন সদগুরু।

তাঁকে বলতে শোনা যায়, ‘প্রেম অত্যন্ত নিঃস্বার্থভাবে কাউকে চাওয়ার অন্য নাম। নিজের আমিত্ব হারিয়ে অন্য এক মানুষের মাধ্যমে জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার নামই প্রেম। ‘

সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে কঙ্গনা লেখেন, ‘প্রেমে পড়ুন। পড়তে না জানলে কখনও উঠতে শিখবেন না। ‘

সোশ্যাল মিডিয়ায় কঙ্গনার এমন পোস্ট দেখে অবাক হয়েছেন অনেকেই। অনুরাগীদের বেশির ভাগই তাঁকে চেনেন অত্যন্ত স্বাধীনচেতা প্রকৃতির মহিলা হিসাবে। তাঁর গলায় এমন নরম সুর শোনা যাবে, তা আশা করেননি অনেকেই। তাঁদের কৌতূহল, ‘তবে কি প্রেম দিবসের আগেই প্রেমে পড়লেন কঙ্গনা?’

এর আগে সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবাণীর বিয়ের আগে ওই যুগলকে সামাজিকমাধ্যমে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলেন কঙ্গনা। ‘বলিউডের ক্যামেরা-সর্বস্ব প্রেমের যুগে ওঁদের ভালবাসা সত্যিই বিরল’। বিয়ের পরেও নবদম্পতিকে প্রশংসার ভরিয়ে দিয়েছিলেন কঙ্গনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান