বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন

প্রীতম-শেহতাজের বিয়ে হলো চায়ের শহরে

ফোরাম প্রতিবেদক / ২২২ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ২৯, ২০২২
প্রীতম-শেহতাজের বিয়ে হলো চায়ের শহরে
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

দেশের সঙ্গীত জগতের তারকা প্রীতম হাসান ও মডেল- উপস্থাপিকা-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমের বিয়ে অনুষ্ঠিত হলো চায়ের শহরে। শুক্রবার (২৮ অক্টোবর) শ্রীমঙ্গলের অভিজাত গ্র্যান্ড সুলতান হোটেলের পাশে চা বাগানের উন্মুক্ত মঞ্চে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়।

বিয়ের ৭ মাসে মা হচ্ছেন আলিয়া, জানুন সম্ভাব্য তারিখ

প্রীতম-শেহতাজের জুটির বিয়েতে ছিল তারকার মেলা। উপস্থিত ছিলেন অভিনেত্রী সাফা কবির, সুনেহরা বিনতে কামাল, মুমতাহিনা চৌধুরী টয়া, সংগীতশিল্পী জেফার রহমান, নৃত্যশিল্পী হৃদি শেখ প্রমুখ।

শেহতাজের বড় বোন শেরজা মুনিরা হাশেম তনিমা এ বিয়ে নিয়ে বলেন, ‘প্রীতম ও শেহতাজের পরিকল্পনা ছিল দেশের বাইরে বিয়ের অনুষ্ঠান করার। তবে আমার বাবা মারা যাওয়ার পর তারা সেই পরিকল্পনা থেকে সরে আসে। পরে সিদ্ধান্ত নেয় সিলেটের চা বাগানে ঘেরা উন্মুক্ত মঞ্চে বিয়ের আনুষ্ঠানিকতা সারার। অবশেষে তাই হলো। সবাই নব দম্পতির জন্য দোয়া করবেন।’

শাকিবের সঙ্গে সম্পর্ক না থাকার খবর অস্বীকার করেছেন বুবলী

প্রয়াত সংগীতশিল্পী খালেদ হাসান মিলুর ছেলে প্রীতম ‘খোকা’ গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন। বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, সোহেল আরমানের ‘ভ্রমর’ এবং অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে গান করেছেন প্রীতম।

শেহতাজ মুনিরা হাশেম মডেলিংয়ের মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরুর পর বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেছেন।

পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালোলাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ মনিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান