আগেই টলিউডে ঘোষণা হয়েছিল ঐতিহাসিক চরিত্র ‘দেবী চৌধুরানী’কে নিয়ে স্বনামে সিনেমার নির্মাণের। যেখানে আছেন প্রসেনজিৎ ও শ্রাবন্তী চ্যাটার্জি। এবার এতে যুক্ত হলেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। অভিনয় নয়, মিথিলা থাকছেন ভাষা কোচ হিসেবে। সঠিক উচ্চারণের বাংলাদেশি আঞ্চলিক বাংলা শেখাবেন প্রসেনজিৎ ও শ্রাবন্তীকে।
‘দেবী চৌধুরানী’ সিনেমায় ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ আর দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন শ্রাবন্তী।
খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। তিনি জানান, ‘দেবী চৌধুরানী’ অনেক বড় প্রজেক্ট। টালিউডের না বলে এটা ইন্টারন্যাশনাল প্রজেক্টও বলা যায়।
মিথিলা বলেন, ‘এই ছবিটার মূল পটভূমি হল ব্রিটিশ বিরোধী আন্দোলন। যেটা শুরু হয় বাংলাদেশের রংপুর থেকে। এরপর সেটা গোটা বাংলায় ছড়িয়ে পড়ে। সেই সুবাদে সিনেমার বেশ কিছু চরিত্র বাংলাদেশের আঞ্চলিক টোনে কথা বলবে। সেই চরিত্রগুলোর জন্য সংলাপ লেখা এবং শিল্পীদের উচ্চারণ অনুশীলন করানোই আমার মূল কাজ।’
ছবিটি বাংলা ছাড়া আরও ছয়টি ভাষায় নির্মিত হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টালিউডের সবচেয়ে বড় বাজেটের এই সিনেমা। এটি পরিচালনা করছেন শুভ্রজিৎ।
You must be logged in to post a comment.