বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন

প্রশংসায় ভাসছেন ফারিয়ার ‘টুরু লাভ’ নাচ

ফোরাম প্রতিবেদক / ১২৩ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৫, ২০২৩
প্রশংসায় ভাসছেন ফারিয়ার 'টুরু লাভ' নাচ
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আগেই শোনা গিয়েছিল কলকাতার ওয়েব সিরিজে আইটেম কন্যা হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এবার সে নাচটিই সামনে এলো। আর তা দেখে মাতোয়রা কলকাতা। তুমুল প্রশংসায় ভাসছেন এই বাংলাদেশি নায়িকা।

গানের কথাতেও বেশ আমোদিত হয়েছেন শ্রোতারা। প্রথম দু লাইন এমন, ‘অল্প বয়সে খেয়েছি ছ্যাঁকা, টুরু লাভ এসে চেয়েছে ট্যাকা/ দরদ ভরা দিলে যায় না ধরা, মেনকা করে দিল পকেট ফাঁকা/ তোমার সাথে খেলা হবে আজ মেনকা।’

‘খেলা হবে’ শিরোনামের এ গানটি থাকছে ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজে। জনপ্রিয় ছবি ‘প্রলয়’র সিক্যুয়েল এটা। তবে এটি আসছে ওয়েব সিরিজ আকারে। এই ওয়েব সিরিজ দিয়েই ওটিটি-র দুনিয়ায় হাতেখড়ি হচ্ছে পরিচালক রাজ চক্রবর্তীর। আর সঙ্গে প্রযোজক হিসেবে প্রথম কাজ করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুক্রবার (৪ আগস্ট) সিরিজের প্রথম গান ‘খেলা হবে’ শেয়ার করেন শুভশ্রী।

বাংলাদেশে তুমুল আলোচিত শব্দ যুগল ‘খেলা হবে’ ২০২১-এ ভারতের বিধানসভা ভোটের আগে বেশ প্রভাব ফেলেছিল। রাজনৈতিক দল তৃণমূলের ভোটপ্রচারের হাতিয়ার ছিল এই ‘খেলা হবে’।

সেটাই উঠল গানে। শুভশ্রী গানের ঝলক শেয়ার করে ইনস্টাগ্রামে লিখলেন, “বাংলা জুড়ে আগুন লাগাতে আসছে মেনকা! আপনারা তৈরি থাকুন ‘খেলা হবে’-র তালে পা মেলাতে, সঙ্গে থাকছে গৌরব!’’

গানটি নিয়ে একজন কমেন্টে লিখেছেন, ‘ফাটিয়ে দিয়েছ গুরু’। আরেকজনের মন্তব্য এমন, ‘এবার তো সত্যিই জমবে খেলা।’ তো আরেকজন লিখলেন, ‘পুষ্পা-র ও আন্তাভা-র কপি?’

রাজ চক্রবর্তীর ক্যারিয়ারের অন্যতম মাইলস্টোন ছিল প্রলয়। এবার আসছে তারই সিক্যুয়েল। জানা যায়, ১১ আগস্ট থেকে জি ফাইভে প্রিমিয়ার হবে। এতে আছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়ের, দেবাশিস মণ্ডল, জুন মালিয়া, পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, সায়নী ঘোষরা। এতে শুধু আইটেম কন্যা হিসেবে আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।

গানটি দেখতে এই লিংকে ক্লিক করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান