প্রয়াত গায়িকা এবং অভিনেত্রী মারিয়ান ফেইথফুল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ১৯৪৬ সালের ডিসেম্বরে হ্যাম্পস্টেডে জন্মগ্রহণ করেন তিনি। অ্যাজ টিয়ার্স গো বাই-ছবির জন্য বিখ্যাত ছিলেন তিনি। পাশাপাশি দ্য গার্ল অন এ মোটরসাইকেলেও তাঁর অভিনয় নজর কাড়ে।
তিনি ১৯৬০-এর দশকে রোলিং স্টোনস ফ্রন্টম্যান মিক জ্যাগারের বান্ধবীও ছিলেন তিনি। ওয়াইল্ড হর্সেস এবং ইউ কান্ট অলওয়েজ গেট ইউ ওয়ান্টের মতো গান বহুল জনপ্রিয়তা পায়। ৭০-এর দশকে হেরোইন আসক্তির পর কিছুদিন বিরতিতে ছিলেন তিনি। পরে ক্লাসিক অ্যালবাম ব্রোকেন ইংলিশের মাধ্যমে ফিরে আসেন।
জ্যাগার ফেইথফুল তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, “তিনি আমার খুব ভাল বন্ধু, একজন সুন্দর গায়ক এবং মহান অভিনেত্রী ছিলেন।” তাঁর ব্যান্ডমেট কিথ রিচার্ডস লেখেন, “তোমাকে মিস করব”। প্রস ঙ্গত তিনি তিনি কয়েক দশক ধরে ধূমপানের কারণে সৃষ্ট বুলিমিয়া, স্তন ক্যান্সার এবং এমফিসেমা-র মতো স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। ২০২০ সালে, তিনি কোভিডে আক্রান্ত হন এবং ২২ দিনহাসপাতালে ভর্তি ছিলেন। ডাক্তারেরাও তাঁর বেঁচে থাকার আশা করেননি। তবে তিনি এক বছর পরে তাঁর ২১তম অ্যালবাম প্রকাশ করেছিলেন।
You must be logged in to post a comment.