শুরু হয়েছে কাতার বিশ্বকাপ ফুটবল। তবে, গ্রুপপর্বে প্রথম দুই ম্যাচে তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকুকে পাচ্ছে না বেলজিয়াম। কাতারে দলের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেননি লুকাকু। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠেননি তিনি।
পুরো ফিট না থাকার পরও লুকাকুকে দলে রেখেছেন বেলজিয়াম কোচ রবার্তো মার্তিনেজ। আশা করা হচ্ছিল তিনি শুরু থেকেই খেলতে পারবেন। কিন্তু রোববার জানা গেছে ইনজুরির কারণে লুকাকু বেলজিয়ামের গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না।
দলের সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকার তিনি। ১০২ ম্যাচে দেশের সর্বোচ্চ ৬৮ গোল তার। আগস্টে লাৎসিওর বিপক্ষে ইন্টার মিলানের ম্যাচের পর মাত্র দুটি ম্যাচে খেলতে পেরেছেন লুকাকু।
বুধবার বিশ্বকাপ অভিযান শুরু করবে বেলজিয়াম। রেড ডেভিলসের প্রথম বাধা কানাডা। এরপর ২৭ নভেম্বর নামবে মরক্কোর বিপক্ষে। গ্রুপপর্বে শেষ ম্যাচ ১ ডিসেম্বর, প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
এদিকে বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই বেশ কিছু তারকা ইনজুরিতে পড়েন। সেই তালিকায় আছেন পল পগবা, করিম বেনজেমা, সাদিও মানে, মার্কো রেউস, দিয়েগো জতা, আর্থুর মেলো, এন’গলো কান্তে, জিওভানি লো সেলসো।
You must be logged in to post a comment.