বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

প্রথম দিন কত আয় করল ‘টাইগার থ্রি’

বিনোদন ডেস্ক / ৮৭ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ১৩, ২০২৩
প্রথম দিন কত আয় করল ‘টাইগার থ্রি’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

বলিউড ভাইজান সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টাইগার থ্রি’ মুক্তি পেয়েছে রোববার (১২ নভেম্বর)। এ দিন ছিল দীপাবলির ছুটি। ফলে প্রথম দিন প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া পেয়েছে মণীশ শর্মা পরিচালিত সিনেমাটি।

মুক্তির প্রথম দিনের সিনেমাটি বক্স অফিসে প্রায় অর্ধশত কোটি ছুঁয়ে ফেলেছে। ভারতীয় বিনোদনভিত্তিক ওয়েবপোর্টাল স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনেই সিনেমাটি দেশের বাজারে ৪৪ দশমিক ৫০ কোটি রুপি আয় করেছে।

মুক্তির দিন ‘টাইগার থ্রি’ হিন্দি ভার্সনে ভারতজুড়ে গড়ে ৪১.৩২ শতাংশ অকুপেনসি ছিল। তবে এদিন সব থেকে বেশি দর্শক নাইট শো-তেই সিনেমাটি দেখেছেন বলে রিপোর্টে জানানো হয়েছে। রাতে গড়ে ৪৬.১৮ শতাংশ অকুপেনসি ছিল।

শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির পর থেকেই সবাই মুখিয়ে ছিলেন সালমান খানের ‘টাইগার থ্রি’র জন্য। ‘পাঠান’-এ যেমন ‘টাইগার’-এর ক্যামিও নিয়ে ছিল ব্যাপক উন্মাদনা, তেমনই ‘টাইগার থ্রি’-তে ‘পাঠান’-এর ক্রসওভার নিয়েও ছিল সেই উন্মাদনা।

২০১২ সালে আসে সালমান-ক্যাটরিনা ‘এক থা টাইগার’। যা সুপার হিট। এরপর ২০১৭ সালে ‘টাইগার জিন্দা হ্যায়’-ও বড় সাফল্য পায় বক্স অফিসে। ‘টাইগার থ্রি’ও যে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলবে প্রথম দিনের তা বুঝিয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান