বলিউডের সঙ্গে একই সঙ্গে ঢাকায় মুক্তি পেতে যাচ্ছে আরো একটি চলচ্চিত্র। নারীকেন্দ্রিক এ সিনেমার নাম ‘ক্রু’। এটি আনছে আলোচিত প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স। ২৯ মার্চ বলিউডের সঙ্গেই বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি। এতে আছেন তিন প্রজন্মের নায়িকা টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যানন।
প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো বলিউড ছবি আমদানি করছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ।
সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে জানিয়ে মেজবাহ বলেন, ‘ঈদের উৎসবে হিন্দি সিনেমা চালানো যাবে না, তাই ঈদের আগে সিনেমাটি চালাব। প্রথমবারের মতো আমরা সিনেমা আমদানি করছি।’
রাজেশ কৃষ্ণন পরিচালিত এই সিনেমায় বিমানবালার ভূমিকায় অভিনয় করেছেন টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যানন। এট প্রযোজনা করেছে রিয়া কাপুর। মূলত এয়ারলাইন ইন্ডাস্ট্রির পটভূমিতে নির্মিত চলচ্চিত্র এটি। যেখানে বিমান সেবিকাদের জীবন, তাদের ক্যারিয়ার, আকাঙ্ক্ষাসহ নানান বাঁধা বিপত্তির গল্প বলা হয়েছে। এ সিনেমায় প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন টাবু ও কারিনা। ট্রেলার মুক্তির পর থেকেই সিনেমাটি আলোচনায় রয়েছে। শুটিং হয়েছে আবুধাবি ও মুম্বাইতে।
You must be logged in to post a comment.