রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন

প্রথম এশিয়ান হিসেবে একাডেমির প্রেসিডেন্ট হলেন জ্যানেট ইয়াং

ফোরাম প্রতিবেদক / ৩৬৪ জন দেখেছেন
আপডেট : আগস্ট ৩, ২০২২
Oscars group elects Janet Yang as new president
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ৯৫ বছরের ইতিহাসে ৩৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চীন বংশোদ্ভূত প্রযোজক জ্যানেট ইয়াং। এই সম্মানজনক পদে প্রথম এশিয়ান হিসেবে নির্বাচিত হলেন তিনি।

জ্যানেটের বাবা-মা চীনা অভিবাসী। ৬৬ বছর বয়সী জ্যানেটের জন্ম কুইন্সে। এই সম্মানজনক পদে নির্বাচিত চতুর্থ নারী তিনি। অশ্বেতাঙ্গ হিসেবে তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি একাডেমির প্রেসিডেন্ট পদ পেয়েছেন।

একাডেমির সিইও বিল ক্রামার বলেন, ‘জ্যানেট খুব ভালো নেতৃত্ব দিতে পারবেন। অ্যাকাডেমিতে তার কাজের রেকর্ড দারুণ।’

হলিউডের সুপ্রতিষ্ঠিত প্রযোজক জ্যানেট কাজ করেছেন অলিভার স্টোন, ক্যাথরিন বিগেলোর মতো নির্মাতার সঙ্গে। তার প্রতিষ্ঠান থেকে প্রযোজনা করা হয়েছে ‘দ্য জয় লাক ক্লাব’ (১৯৯৩), ‘দ্য পিপল ভার্সেস লারি ফ্লাইন্ট’ (১৯৯৬), অস্কারে মনোনয়নপ্রাপ্ত ‘ওভার দ্য মুন’ (২০২০)-এর মতো ছবি। ২০০২ সাল থেকে তিনি একাডেমি’জ প্রোডিউসার্স ব্রাঞ্চ-এর সদস্য। সর্বশেষ তিনি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট এবং মেম্বারশিপ কমিটির চেয়ারপার্সন পদে দায়িত্ব পালন করেছেন। সূত্র: ভ্যারাইটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান