বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

প্রথমে হিটস্ট্রোক, এবার চোখ! ভালো নেই কিং খান

বিনোদন ডেস্ক / ৫৫ জন দেখেছেন
আপডেট : আগস্ট ১, ২০২৪
পুরস্কারের খরা কেটেছে শাহরুখ খানের
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

সময়টা ভালো যাচ্ছে না বলিউড বাদশা শাহরুখ খানের। বিপদ যেন পিছু লেগেই আছে তার। গত কয়েকমাস ধরেই একের পর এক বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। আইপিএল চলাকালে হঠাৎ মাঠে হিট স্ট্রোক হয় তার। যদিও কিছুদিন বিরতি নিয়ে কাজে ফেরেন তিনি। এদিকে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে সপরিবারে দেখা দিয়েছিলেন কিং খান। তখনও সেভাবে বোঝার উপায় ছিল না যে তিনি অসুস্থ।

এছাড়াও সম্প্রতি ফারাহ খানের মায়ের শেষকৃত্যেও উপস্থিত ছিলেন শাহরুখ। সেখান থেকে সন্দেহ হয়, নিশ্চই কোনোকিছু গরমেলে। কারণ, প্রায় প্রতিটি সময়েই কিং খানের চোখে দেখা গেছে সানগ্লাস; এমনকি রাতেও। তারপরই জানা গেল ঠিক কী কারণে তিনি সব সময় চোখে সানগ্লাস পরে থাকছেন।

সূত্রের খবর, আমেরিকায় যাচ্ছেন শাহরুখ। গত কয়েক দিন ধরেই চোখের সমস্যায় ভুগছেন অভিনেতা। অনন্ত-রাধিকার বিয়ের সময়ও চোখ নিয়ে ভুগছিলেন। সেই সময় নাকি মুম্বাইয়ে চোখের চিকিৎসা করান। কিন্তু তাতে সুরাহা হয়নি বলেই জানা গেছে। এবার শোনা যাচ্ছে, অভিনেতার বাঁ চোখে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। তারই চিকিৎসা করাতে যাচ্ছেন আমেরিকায়।

‘পাঠান’ ও ‘জওয়ান’-এর মতো অ্যাকশনে ভরপুর সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন শাহরুখ। মাঝে ২০২৪ সালটি বিরতি, খুব শীঘ্রই আরো একবার অ্যাকশন অবতারেই ধরা দিতে চলেছেন তিনি। সিনেমার নাম ‘কিং’।

এই প্রথমবার সিনেমায় তার সঙ্গে অভিনয় করবেন কন্যা সুহানা। পরিচালনায় থাকবেন সুজয় ঘোষ ও প্রযোজনায় সিদ্ধার্থ আনন্দ। সিনেমায় ক্যামিও করবেন শাহরুখ— প্রথমে এমন গুঞ্জন শোনা গেলেও পরে জানা যায়, মুখ্য চরিত্রেই রয়েছেন তিনি।

কিং সিনেমায় শাহরুখের বিপরীতে খলচরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। লন্ডনে নাকি সিনেমার শুটিংও শুরু করে দিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান