বাংলাদেশ টেলিভিশনের এবারের ঈদ আনন্দমেলায় প্রথমবারের মত গাইলেন কিংবদন্তী গায়িকা রুনা লায়লা। রেকর্ডকৃত এই আয়োজনটি উপস্থাপনা করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
‘চলো গানে গানে গড়ি নতুন পৃথিবী’ শীর্ষক গানটিতে রুনা লায়লার সঙ্গে কণ্ঠ মেলাবেন এ প্রজন্মের চার শিল্পী ইমরান, কনা, ঝিলিক ও সাব্বির। গানটি লিখেছেন আনজির লিটন ও সুর করেছেন আশরাফ বাবু।
আনজির লিটনের গ্রন্থনায়, মনিরুল হাসান ও ইয়াসির আরাফাতের প্রযোজনায় ‘আনন্দমেলা’ প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। আনন্দমেলার প্রযোজক এ প্রসঙ্গে জানান, এবারের আনন্দমেলায় থাকছে শত বাউলের অংশগ্রহণে তিনটি বাউল গানের কোলাজ নিয়ে একটি পরিবেশনা।
You must be logged in to post a comment.