বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন

‘প্রত্যেক মেয়ের মধ্যেই একজন হাসিনা আছে’

বিনোদন প্রতিবেদক / ৫৪ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ১৪, ২০২৩
‘প্রত্যেক মেয়ের মধ্যেই একজন হাসিনা আছে’
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

দেশজুড়ে ১৫৩টি হলে শুক্রবার (১৩ অক্টোবর) মুক্তি পেল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ (মুজিব : দ্য মেকিং অব আ নেশন) সিনেমা। এতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

প্রিমিয়ার শো অনুষ্ঠানে সঠিক সময়ে হাজির হতে বেশ বেগ পোহাতে হয়েছে নায়িকা নুসরাত ফারিয়াকে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর যানজটে পড়তে হয়েছে তাকে। আর এই অবস্থায় প্রিমিয়ার শোয়ে পৌঁছাতে ভিন্ন উপায় অবলম্বন করেছেন অভিনেত্রী।

নুসরাত ফারিয়া প্রিমিয়ার শোয়ে উপস্থিত হওয়ার জন্য বেছে নেন মোটরসাইকেল। আর সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, রাস্তায় মাথায় কাপড় দিয়ে মুখ ঢেকে মোটরসাইকেলে বসে আছেন।

এদিকে সিনেমাটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নুসরাত ফারিয়া। তিনি জানান, এবারই প্রথম কোনো সিনেমার প্রিমিয়ারে হাজির হয়েছেন। আর বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত এই সিনেমার সঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে জড়িত ছিলেন তিনি। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করতে পেরে বেশ উচ্ছ্বসিত বলেও জানান এই নায়িকা।

প্রত্যেক মেয়ের মধ্যেই একজন শেখ হাসিনা আছে বলে মন্তব্য করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এই অভিনেত্রী বলেন, ‘যদি আর কোনোদিন অভিনয় নাও করি, তাহলেও আক্ষেপ থাকবে না। প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয়ের যে সুযোগ পেয়েছি, এটা আমার অনেক বড় প্রাপ্তি।’ মুজিব:একটি জাতির রূপকার’ মুক্তি পেল গত শুক্রবার (১৩ই অক্টোবর)। সিনেমাটির কাহিনী এবং ইতিহাস সম্পর্কে বিভিন্ন প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

তিনি বলেন,‘মুজিব:একটি জাতির রূপকার’সিনেমাটিতে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের নানা অধ্যায়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি দেশের জন্ম কিভাবে হলো? আছে শেখ হাসিনার ঘটনাবহুল জীবন। তাঁর চরিত্র পর্দায় তুলে ধরাও কম চ্যালেঞ্জিং নয়। এক সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘যা করবে মন থেকে করবে, তাহলেই প্রত্যাশা পূরণ হবে।’

যে সময়টা ছবিতে তুলে ধরা হয়েছে, সেখানে আজকের প্রধানমন্ত্রীর সঙ্গে তখনকার শেখ হাসিনাকে মেলানো যাবে না। একটি পরিবারের সাধারণ মেয়ের মতোই ছিল তাঁর জীবনযাপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান