বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন

প্রতারণার মামলায় জেরার মুখে অভিনেতা গোবিন্দা

ফোরাম প্রতিবেদক / ৭৯ জন দেখেছেন
আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০২৩
প্রতারণার মামলায় জেরার মুখে অভিনেতা গোবিন্দা
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

প্রায় ১০০০ কোটি রুপির অনলাইন ‘পঞ্জি’ কেলেঙ্কারিতে নাম জড়াল বলিউড অভিনেতা গোবিন্দার। বলিউডের ‘হিরো নাম্বার ওয়ান’কে জিজ্ঞাসাবাদ করতে আসবে ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখা।

সোলার টেকনো অ্যালায়েন্স নামের কোম্পানি ক্রিপ্টো কারেন্সির আড়ালে ভারতে এই ধরনের দুনীর্তি জাল বিস্তার করেছে। সেই কোম্পানির হয়ে বেশ কয়েকটি বিজ্ঞাপন করেন গোবিন্দা। এর প্রেক্ষিতেই বলিউড অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, প্রতারক ওই সংস্থার কার্যকলাপ সমর্থন করছেন গোবিন্দা।

ওড়িশার অর্থনৈতিক অপরাধদমন শাখার কর্মকর্তা জে এন পঙ্কজ জানান, খুব শিগগিরই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। একটি টিম মুম্বাইতে যাবে গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করার জন্য। গত জুলাই মাসে ওই সংস্থার একটি অনুষ্ঠানে গোয়াতে গিয়েছিলেন অভিনেতা।

যদিও পরে ওই কর্মকর্তা বলেন, “তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোবিন্দ এই ঘটনায় অভিযুক্ত নন, কিংবা সন্দেহভাজনও নন। পরে যদি দেখা যায় যে, সোলার টেকনো অ্যালায়েন্সের সঙ্গে গোবিন্দ বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তা হলে তাকে সাক্ষী হিসেবে পেশ করা হবে।”

কিছুদিন আগেই জ্যাকলিন ফার্নান্দেজ ২০০ কোটির আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। সেই মামলা এখনো কোর্টে চলছে, সেখানে নাম জড়িয়েছে নোরা ফাতেহিরও। তবে এরই মাঝে গোবিন্দাকে নিয়ে রীতিমত হইচই পড়ে গিয়েছে বি টাউনে। কারণ ১০০০ কোটির দুর্নীতি সত্যিই চর্চার বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান