শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

প্রকাশ হল ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ সিনেমার ফার্স্ট লুক

ফোরাম প্রতিবেদক / ৩৯০ জন দেখেছেন
আপডেট : জুন ২৭, ২০২২
প্রকাশ হল ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ সিনেমার ফার্স্ট লুক
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

পদ্মা সেতু নিয়ে ইতোমধ্যেই তৈরি হয়েছে গান। এবার হলো সিনেমা। বাংলার মানুষের গৌরব ও স্বপ্নের পদ্মা সেতু নিয়ে নির্মিত ছবিটির নাম রাখা হয়েছে ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’।

বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন আলী আজাদ। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন এই সময়ের সাঞ্জু জন ও অলিভিয়া মাইশা। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতা প্রতিষ্ঠান বাংলা টকিজ।

যেখানে অলিভিয়া মাইশা এবং সাঞ্জু জনকে দেখা গেছে। তার পেছনে দাঁড়িয়ে আছেন স্বপ্নের পদ্মা সেতু। নানন্দিক এ পোস্টারটি ডিজাইন করেছেন রাকিব হোসেন ।

আলী আজাদ ছবির গল্প প্রসঙ্গে বলেন, এটা অফ ট্র্যাকের ছবি। পদ্মা সেতুকে নিয়ে আমার প্রত্যয় এবং অহংকারের একটি গল্প বলতে চেয়েছি। আশা করি দর্শকরা নিরাশ হবেন না। অনেক চেষ্টা করেছি দর্শকদের একটি গল্পের ছবি উপহার দেব বলে।’

ছবির বিষয়ে সাঞ্জু জন বলেন, ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’ সিনেমাতে আমি একেবারে নতুনরূপে হাজির হতে যাচ্ছি, যা দর্শকদের ভালো লাগবে। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য অনেক কষ্ট করছি।

এই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় পা দিলেন অলিভিয়া মাইশা। পদ্মা সেতু এলাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শেষ হয়েছে।

প্রযোজক ধীমন বড়ুয়া জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে সিনেমার ট্রেলার প্রকাশ পাবে।

সাঞ্জু জন- অলিভিয়া মাইশা ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, আনোয়ার সিরাজী, শাহিন খান, শান্তা পাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান