কাতার বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি ৪৪ দিন। আগেই বিশ্বকাপের অফিসিয়াল থিম সং প্রকাশ করেছিল আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। এবার প্রকাশ করা হলো বিশ্বকাপের ফুল সাউন্ড ট্র্যাক।
শুক্রবার (৭ অক্টোবর) এটি প্রকাশ করে ফিফা।
লাইট দ্য স্কাই শিরোনামের গানটিতে ইংরেজির পাশাপাশি আরবি ও হিন্দি ভাষাও ব্যবহার করা হয়েছে। যেখানে পারফর্ম করেছেন নোরা ফাতেহি, বালকিস, রাহমা রিয়াদ, মানাল ও রেডওয়ানের মতো তারকারা।
এছাড়াও মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন প্রথমবারের মতো বিশ্বকাপে নারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন এমন ছয়জন কর্মকর্তা। তারা হলেন ফ্রান্সের স্টেফানি ফ্র্যাপার্ট, রুয়ান্ডা থেকে সালিমা মুকানসাঙ্গা এবং জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা কাতারে ম্যাচ পরিচালনার দায়িত্ব নেবেন, আর ব্রাজিল থেকে নেউজা ব্যাক, মেক্সিকো থেকে কারেন দিয়াজ মেডিনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন।
লাইট দ্য স্কাই হল অফিশিয়াল সাউন্ডট্র্যাকের চতুর্থ একক। এর আগে বিশ্বব্যাপী হিট হায়া হায়া (বেটার টুগেদার), আরহবো এবং দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক নামে আরও গান রিলিজ পায়।
You must be logged in to post a comment.