রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন

প্রকাশ পেল আহমেদ রুবেলের প্রথম গান ভিডিও

ফোরাম প্রতিবেদক / ২২৪ জন দেখেছেন
আপডেট : অক্টোবর ৯, ২০২২
প্রকাশ পেল আহমেদ রুবেলের প্রথম গান ভিডিও
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

প্রকাশ পেল দেশের রক ব্যান্ড ‘ডেমোক্রেট’র প্রথম মৌলিক গান জোছনা রাতে। ব্যান্ড ডেমোক্রেট’র ইউটিউব চ্যানেল গানটির মিউজিক ভিডিও আকারে প্রকাশ হয়েছে। এতে মডেল হিসেবে প্রথমবার কাজ করেছেন শক্তিমান অভিনেতা আহমেদ রুবেল। তাকে দেখা গেছে কয়েকটি রূপে।

সঙ্গে নবাগত তাহিয়া তাসনিম। এছাড়াও অতিথি শিল্পী হিসেবে অভিনেত্রী নাইরুজ সিফাতসহ ব্যান্ড মেম্বারদের অনেকে গানটিতে আছেন।

“জোছনা রাতে” গানটির সুরকার ও গীতিকার ফজলে আজিম জুয়েল বলেন, গানটিতে ৯০ দশকের ব্যালার্ড রক মিউজিক এর ফিল পাবেন শ্রোতারা।

তার কথা, সময় উপযোগী করে সঙ্গে সারপ্রাইজিং মিউজিক ভিডিও তো আছেই। ব্যান্ড ‘ডেমোক্রেট’ তার শ্রোতাদের জন্য বিভিন্ন রকমের গান উপহার দিতে চায় সামনের দিনগুলোতে।

মিউজিক্যাল ফিকশনটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা ফাহিন আরেফিন ইভান। “ডেমোক্রেট” এর লাইন আপ : ফজলে আজিম জুয়েল (লিড ভোকাল), মন্জুরুল ইসলাম সুমন (গীটার) ও শামস্ ইমন (গীটার), জিয়া (বেজ গীটার) ও মুরাদ (ড্রামস) ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান