‘সাদা সাদা কালা কালা’ গানটি দিয়ে ব্যাপক পরিচিতি পান গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। ‘হাওয়া’ সিনেমায় ব্যবহৃত তার লেখা এই গানটি ছিল মানুষের মুখে মুখে। এবার তার লেখা আরেকটি গান এলো কোক স্টুডিওর মঞ্চে।
শনিবার(১১ জুন) কোক স্টুডিও বাংলার ইউটিব চ্যানেলে মুক্তি পায় হাশিম মাহমুদের লেখা গান ‘কথা কইয়ো না’। এটির সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী। আর গানটি গেয়েছেন এরফান মৃধা শিবলু।
‘কথা কইয়ো না’ গানের সঙ্গে ময়মনসিংহ গীতিকা ‘বারো মাসে বারো ফুল রে’ নিয়ে যুক্ত হয়েছেন লোকসংগীতশিল্পী আলেয়া বেগম।
এরফান মৃধা শিবলু গানটি নিয়ে বলেন, ‘আমি হাশিম ভাইয়ের সঙ্গে অনেক দিন ধরেই কাজ করছি। তার গানের কথা খুব সাধারণ যা সবার হৃদয় ছুঁয়ে যায়। এমন জনপ্রিয় একটি প্ল্যাটফর্মে তার লেখা গান গাইতে পেরে খুব আনন্দিত।’
You must be logged in to post a comment.