‘জওয়ান’ সিনেমার মুক্তির আর মাত্র সপ্তাহ খানেক বাকি। আর এরইমধ্যে প্রকাশ্যে এলো ‘জওয়ান’র ট্রেলার। অ্যাকশন, ড্রামা, থ্রিল ও রোমান্সে ভরা ট্রেলার দেখে সিনেমাটিকে ঘিরে দর্শকের উত্তেজনা আরও বেড়ে গেল।
দুই মিনিট ৪৫ সেকেন্ডের এই ট্রেলারে শাহরুখ খানকে সাবেক সেনাসদস্যের ভূমিকায় দেখা গেছে, যিনি ছয় নারী সদস্যের একটি দল পরিচালনা করেন। তারা একটি মেট্রো হাইজ্যাক করেন। আর পুলিশ কর্মকর্তা হিসেবে বিষয়টি দেখার দায়িত্ব পান দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। তিনি শাহরুখকে জিজ্ঞেস করেন ‘আপনি কী চান?’ উত্তরে শাহরুখ বলেন, ‘আলিয়া ভাট’!
তবে দেখে মনে হয় এর আগে শাহরুখ নয়নতারাকে বিয়ে করেছিলেন। সিনেমাতে তাদের কিছু রোমান্টিক দৃশ্য দেখা যায়। দীপিকা পাড়ুকোনকে অ্যাকশন লুকে দেখা গিয়েছে। একটি কুস্তি ম্যাচে শাহরুখকে পরাজিত করে।
বিজয় সেতুপতিকে বিভিন্ন অবতারে দেখা গিয়েছে। তাকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অস্ত্র ব্যবসায়ী হিসেবে দেখা গেছে।
তামিলের খ্যাতিমান পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ও কন্নড় ভাষায় ‘জওয়ান’ বিশ্বজুড়ে ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্যান-ইন্ডিয়ান সিনেমাতে শাহরুখ ছাড়াও অভিনয় করছেন নয়নতারা, সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়মণি এবং ঋদ্ধি ডোগরা। সিনেমাতে দীপিকা পাডুকোনের উপস্থিতি থাকবে।
সিনেমাটি প্রযোজনা করেছেন গৌরী খান ও শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।
You must be logged in to post a comment.