‘হার্ট অব স্টোন’ ছবির ফার্স্ট লুক প্রকাশ করেছেন আলিয়া ভাট। অ্যাকশনে ভরপুর নেটফ্লিক্সের এই থ্রিলারের ফার্স্ট লুক সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে।
হলিউডে আলিয়ার প্রথম ছবি এটি। আলিয়ার চরিত্রের নাম কেয়া ধাওয়ান। ছবির প্রয়োজনে অন্তঃসত্ত্বা অবস্থাতেই অ্যাকশন দৃশ্যের শুটিং করেছেন আলিয়া।
হার্ট অব স্টোন’ ছবির কেন্দ্রীয় চরিত্র র্যাচেল স্টোনের ভূমিকায় রয়েছেন গাল গাদোত। এছাড়াও আছেন জেমি ডরমান। ছবিটি পরিচালনা করছেন টম হারপার। নেটফ্লিক্সের তরফ থেকে জানানো হয়েছে, ২০২৩ সালে মুক্তি পাবে এই ছবি।
এবছরটি যেন আলিয়ারই বছর। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘আরআরআর’, ‘ডার্লিংস’ ও ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পেয়েছে চলতি বছর। সবগুলোই দর্শক-সমালোচক মহলে প্রশংসা পাওয়ার পাশাপাশি বক্স অফিসেও সাফল্য দেখিয়েছে। মুক্তির অপেক্ষায় আছে ‘হার্ট অব স্টোন’ ও ‘রকি অর রানী কি প্রেম কাহানি।’ সূত্র: বলিউড লাইফ
https://www.instagram.com/p/Ci5Zoiigs2W/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again
You must be logged in to post a comment.