মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১২ পূর্বাহ্ন

প্রকাশ্যেই ছেলে অভিষেকের সামনে নত স্বীকার অমিতাভের

বিনোদন ডেস্ক / ৩৪ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ১৫, ২০২৪
প্রকাশ্যেই ছেলে অভিষেকের সামনে নত স্বীকার অমিতাভের
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

অমিতাভ বচ্চন তার ছেলে, অভিনেতা অভিষেক বচ্চনকে হিট কুইজ শো কৌন বনেগা ক্রোড়পতিতে অতিথি হিসাবে হোস্ট করতে প্রস্তুত। অভিষেক তার আসন্ন ছবি, আই ওয়ান্ট টু টক প্রচারের জন্য শোতে উপস্থিত হয়েছেন। আসন্ন কেবিসি ১৬ পর্বের একটি প্রোমো ভিডিও সম্প্রতি চ্যানেল দ্বারা শেয়ার করা হয়েছে।

ক্লিপটিতে অভিষেক এবং অমিতাভের মধ্যে মজার আড্ডা দেখানো হয়েছে এবং এক পর্যায়ে সিনিয়র বচ্চন বলেছেন, “ওকে এখানে ডেকে আমি ভুল করেছি।”

সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শেয়ার করা প্রোমো ভিডিওতে, অভিষেককে তার বাবা অমিতাভের সংলাপ ডেলিভারি কপি করতে দেখা গেছে, যেখানে তিনি চিৎকার করতে থাকেন ‘সাত কোটি!’ অভিষেক বলেন, “রাতে ডিনারের সময়, যখন পুরো পরিবার একসঙ্গে বসে থাকে, বা আমরা হয়তো খাবার খাচ্ছি, সেখানে কেউ হয়তো প্রশ্ন করছে, সবাই মিলে টেবিল চাপড়ে বলে ওঠে সাত কোটি।”

অভিষেকের মজার উপাখ্যান শুনে অমিতাভ বলতে বাধ্য হন “ওকে এখানে ডেকে আমি ভুল করেছি।” অভিষেকের সাথে তার আই ওয়ান্ট টু টক পরিচালক সুজিত সরকার ছিলেন। যাকে বেশ উচ্ছ্বসিত মুহূর্তে দেখা গিয়েছে।

আই ওয়ান্ট টু টক অভিষেকের সাথে সুজিতের প্রথম ছবি। অমিতাভ চলচ্চিত্র নির্মাতার সাথে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। পিকু, গুলাবো সিতাবো এবং পিঙ্কে একসঙ্গে ছিলেন তাঁরা। এই ছবি রিলিজ করতে চলেছে ২২ নভেম্বর।

একথা অজানা নয়, অভিষেক এবং ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্ক ঘিরে নানা আলোচনা। তাঁদের বিচ্ছেদ নিয়ে সর্বত্র গুঞ্জন। তাঁরা নাকি আলাদা থাকার সঙ্গে সঙ্গে বর্তমানে সম্পর্ক ভাঙ্গার পথে এগোচ্ছেন ক্রমশ। আলোচনা তুঙ্গে। সেই কারণেই নাকি বচ্চন পরিবারের সঙ্গেও তাঁর তিক্ততা বেড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান