মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

প্রকাশিত হলো রাজ অভিনীত ‘ওমর’ এর টিজার

বিনোদন প্রতিবেদক / ১৫৫ জন দেখেছেন
আপডেট : মার্চ ২৬, ২০২৪
প্রকাশিত হলো রাজ অভিনীত ‘ওমর’ এর টিজার
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আসন্ন ঈদুল ফিতরে নতুন সিনেমা ‘ওমর’ নিয়ে দর্শকের মাঝে আসছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। যেটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। সোমবার এর টিজার প্রকাশ হয়েছে, যেটিকে ‘এক ঝলক’ বলছেন নির্মাতা।

প্রকাশিত দেড় মিনিটের টিজারটি নজড় কাড়তে সক্ষম হয়েছে। এতে দেখা গেছে, আরফিন রুমির কণ্ঠের সুরেলা গানের আভাস, সেই সঙ্গে রহস্য, খুন আর সাসপেন্স। পাশাপাশি টিজারের দৃশ্যের সঙ্গে বিজিএম-ও অন্যরকম লেগেছে। প্রকাশিত একঝলক দেখে ইতিবাচক মন্তব্য করতে শুরু করেছেন নেটিজেনরা।

শরিফুল রাজ ছাড়াও ‘ওমর’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, তানভীর, নাফিজ আহমেদ।

বিশেষ এক চরিত্রে আছেন কলকাতার দর্শনা বণিক। সিদ্দিকুর রহমানের চিত্রনাট্যে এটি প্রযোজনা করেছে মাস্টার কমিউনিকেশন।

এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, সম্রাট বানিয়েছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে তার তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

পাশাপাশি প্রতিটি সিনেমার কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে। তার ষষ্ঠ ছবি ‘ওমর’ কতটা দর্শক নন্দিত হয় সেটাই দেখায় অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান