প্যারিসে চলতি বছরের ফ্যাশন উইক অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রতিটি প্রতিটি অংশগ্রহণকারীদের দিকে নজর রেখেছেন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়াই রাই বচ্চন। শুধু তাই নয়, হেঁটেছে ফ্যাশন উইকের র্যাম্পেও।
কসমেটিক জায়ান্ট ল’রিয়ালের আউটডোর শো-এর জন্য ঐশ্বরিয়া ছাড়াও র্যাম্পে হেঁটেছেন জেন ফন্ডা, কেন্ডাল জেনার, ইভা লঙ্গোরিয়া এবং আলিয়া ভাটও।
লরিয়েলের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল প্যারিস ফ্যাশন সপ্তাহের কিছু নতুন ছবি শেয়ার করেছে। সেখানে ঐশ্বরিয়াকে দেখা গেছে নতুন লুকে। তার সঙ্গে পোজ দিয়েছেন ইভা লঙ্গোরিয়া এবং আজা নাওমি কিং।
ঐশ্বরিয়া রাই ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন। পরে নিজেকে ভারতের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী সেলেব্রিটি হিসাবে প্রতিষ্ঠিত করেন।
ঐশ্বরিয়া দুটি ফিল্মফেয়ার পুরস্কারসহ তার অভিনয়ের জন্য অসংখ্য প্রশংসা পেয়েছেন। ২০০৪ সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজনের নাম ঘোষণা করে।
You must be logged in to post a comment.