ফ্রান্সের ক্যাসিনো দে প্যারিসে তাহসান খান ও অ্যাশেজ ব্যান্ডকে নিয়ে আয়োজিত হলো ফ্রংকো-বাংলা উইন্টার ফেস্টিভাল। প্যারিসের ফ্রসে আভেক রাব্বানী (অফিওরা), দেসি এন্টারটেইন্মেন্ট প্যারিস অনুষ্ঠানটির আয়োজন করে।
সোমবরা (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত এই মিউজিক ফেস্টিভালটিতে তাহসান খান ও তার ব্যান্ড, অ্যাশেজ ছাড়াও প্যারিসের সেরা কিছু বাঙালি ম্যাজিক ব্যান্ডও পারফর্ম করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসী অংশ নেন।
প্রথম পর্বে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের গড়া ব্র্যান্ড দল অসমাপ্ত, Maxel এবং VAIS , এবং রক ষ্টার শান্ত সংগীত পরিবেশন করেন। সম্প্রতি প্যারিসে আসা বাঙালির সিংগভাগই যে অ্যাশেজ- তাহসান ভক্ত তার প্রমাণ পেয়ে গেছে দর্শক-শ্রোতাদের বাঁধ ভাঙা উচ্ছ্বাসে। তবে পুরো অনুষ্ঠানের সাইলেন্ট হিরো হয়ে রইলেন বাংলাদেশে জন্মানো স্টেইন্সের কাউন্সিলর এবং ফ্রংকো-বাংলা উইন্টার ফেস্টের মূল আয়োজক রাব্বানি খান কৌশিক। এর আগেও তিনি প্যারিসে এনেছিলেন জেমস, মুজা ও শিরোনামহীনের মতো দেশখ্যাত নাম।
You must be logged in to post a comment.