তৃপ্তির ঢেঁকুর তুলতে পারলেন না শাকিব খান। মুখভর্তি দাড়ি বড় চুলে বীর ছবির ফাস্টলুক পোস্টার নিয়ে হাজির হলেন নায়ক।
সোশ্যাল মিডিয়ায় শাকিবের লুক প্রশংসিত হলেও সেটি হুবহু ভারতের কন্নড় ভাষার ‘কেজিএফ’র সঙ্গে মিলে গেছে।
শুরুতেই এই নকলের ছোঁয়া দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কাজী হায়াৎ কি নিজের পরিচালিত ৫০তম চলচ্চিত্রে নকল গল্পই বেছে নিলেন।
যদিও শাকিব খান অভিনীত অসংখ্য সিনেমা নকলের দোষে দুষ্ট। এদিকে শাকিব খান ওই ‘কেজিএফ’র সঙ্গে তার নতুন ছবির কোনও মিল নেই বলে জানিয়েছেন।
পরিচালক কাজী হায়াতও নকলের অভিযোগ উড়িয়ে দেন। সম্পূর্ণ মৌলিক গল্পের ছবিই বীর বলছিলেন তিনি।
শেষ পর্যন্ত আদৌ কতটা মৌলিক থাকে ছবিটি সেই প্রশ্ন উড়িয়ে দেয়া যাচ্ছে না। কারণ শাকিব প্রযোজিত ও অভিনীত পাসওয়ার্ড ছবিটি নিয়েও পরিচালক মালেক আফসারী মৌলিক ছবি মৌলিক ছবি বলে চিৎকার করেছিলেন। মুক্তির পর দেখা যায় সম্পূর্ণ নকল ছবি সেটি।
You must be logged in to post a comment.