বিনোদন ডেস্ক: ছোট এ অদ্ভুত পোশাক নিয়ে প্রায়ই আলোচিত ও বিতর্কিত হন উরফি জাভেদ। নিত্যনতুন পোশাকের কারণেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। কখনও দড়ি দিয়ে, কখনও আবার রাংতা জড়িয়ে লজ্জা নিবারণ করেছেন। আবার অনেক সময় ব্লেড দিয়ে তৈরি করেছেন পোশাক। এক কথায় পোশাকের ছকভাঙতে চান তিনি। পোশাকের কারণে যেমন বিতর্কে জড়িয়েছেন, আবার তার সৃজনশীলতার চর্চাও কম হয়নি। কিন্তু এবার উরফির কণ্ঠে অন্য সুর।
সকলের কাছে ক্ষমা চাইলেন উরফি। ঘোষণা করলেন, এমন কোনো পোশাকই আর পরবেন না, যা অন্যের ভাবাবেগে আঘাত দেয়। শুক্রবার (৩১ মার্চ) উরফি একটি চাঞ্চল্যকর টুইট করেন।
তিনি লেখেন, “আমি ক্ষমা চাইছি মানুষের মননে আঘাত করার জন্য। আমি যা পরি সেই জন্যও ক্ষমা চাইছি। এবার থেকে বদলে যাওয়া উরফিকে দেখতে পারবেন আপনারা। এখন থেকে অন্যরকম পোশাক পরব, মাফি (ক্ষমা)।” এই পোস্ট দেখে চিন্তায় নেটিজেনদের একাংশ। সূত্র: এই সময়
You must be logged in to post a comment.