পোল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। আজ (রোববার) রাতে আল থুমামা স্টেডিয়ামে ৩-১ গোলের জয় পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফরাসিদের হয়ে দু’টি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, অন্যটি অলিভার জিরুড। পোল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন রবার্ট লেভানডস্কি।
ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই গোলের সুযোগ পায় ফ্রান্স। আতোয়ান গ্রিজম্যানের কর্নার রাফায়েল ভারানে লাফিয়ে হেড দিলেও চলে যায় গোলবারের সামান্য উপর দিয়ে। এরপর ১১ মিনিটে ডেম্বেলের শট ফিওে আসে গিলিকের পায়ে লেগে।
শুরুতে চাপে পড়লেও দ্রুত গুছিয়ে নেয় পোল্যান্ডও। ২১তম মিনিটে রবার্ট লেভানডস্কিও শট গোলপোস্ট এর সামান্য বাইরে দিয়ে বেরিযে যায়। পরের মিনিটে ফ্রান্সের আক্রমণ বাধা পায় পোলিশ রক্ষণে।
৩৪ মিনিটের সময় গোল পেয়েই গিয়েছিল পোল্যা›ড। মাটি ক্যাশের শট কোনোরকমে ঝাপিয়ে ফেরান হুগো ররিস। ৩৮তম মিনিটে ফ্রান্সের পাল্টা আক্রমণ ঠেকিয়ে দেন শেজনি। তবে বিরতির শেষ বাঁশি বাজার আগে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে দলকে এগিয়ে নেন অলিভার জিরুড। তার বা-পাঁয়ের শটের কোনো জবাবই ছিল না শেজনির কাছে। ফলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফ্রান্স।
বিরতির পর মাঠে ফিওে আক্রমণে ধার বাড়ায় পোল্যান্ড। ৪৯ ও ৫১ মিনিটে ফ্রান্সের রক্ষণে হানা দিয়েও খালি হাতে ফিরতে হয় তাদের। ৫৬ মিনিটে পাল্টা আক্রমণে যায় ফ্রান্স। তবে গ্রিজম্যান আর এমবাপ্পে মিলে ভাঙতে পারেননি পোল্যান্ড’র রক্ষণ। এরপর ৬৫তম মিনিটে জিরুডের শট বেরিয়ে যায় গোলপোস্ট ঘেঁষে। পরের ৮ মিনিটে চারবার ফরাসি রক্ষণে হানা দেয় পোলিশরা। তবে প্রতিবারই খালি হাতে ফিরতে হয় লেভানডস্কিদের।
উল্টো ম্যাচের ৭৩ মিনিটে পাল্টা আক্রমণে গোল খেয়ে বসে পোলিশরা। নিজেদেও গোলপোস্টেও সামনে থেকে বল বাড়ান ওসমান ডেম্বেলে। তা চলে যায় মাঝমাঠে দাঁড়িয়ে থাকা এমবাপ্পের কাছে। এক টানে পোল্যান্ডের অর্ধে গিয়ে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে ৩০ গজ দূর থেকে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন এ তারকা। এবারের আসরে এমবাপ্পের চতুর্থ গোল এটি।
ম্যাচের বাকি সময়ে পোল্যান্ডকে নিয়ে খেলেছে ফ্রান্স। বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে পোলিশদেও গোল করার কোনো সুযোগই দেয়নি ফরাসিরা। উলে।টা অতিরিক্ত সময়ে আরো এটি গোল দিয়ে জয়ের ব্যবধান বড় করেছে। ৯১তম মিনিটে গোলটি করে সেই এমবাপ্পেই। তাতে এবার গোল্ডেন বুটের লড়াইয়ে সবাইকে ছাপিয়ে গেলেন তিনি।
এরপর ৯৫তম মিনিটে পোল্যান্ড একটি পেনাল্টি পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হন লেভানডস্কি। তবে গোলক্ষক এগিয়ে আসায় ফের পেনাল্টি নেন লেভানডস্কি। এবার আর কোনো ভুল করেননি তিনি। ৩-১ গোলের এই জয়ে তৃতীয় দল হিসেবে কাতার বিশ^কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে গতবারের চ্যাম্পিয়নরা।
You must be logged in to post a comment.