কিংবদন্তি পেলে ব্রাজিলের তিন বিশ্বকাপজয়ী দলের সদস্য। জাতীয় দলের হয়ে ৯২ ম্যাচে সেলেসাওদের সর্বাধিক ৭৭ গোল তার, রেকর্ডটি এখনো অক্ষতই আছে। কিন্তু শুক্রবার তাকে স্পর্শ করে ফেললেন নেইমার। দীর্ঘ ৫১ বছর ধরে পেলে ছিলেন এককভাবে দেশের সর্বাধিক গোলের মালিক।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে অতিরিক্ত সময়ের প্রথমার্ধের একদম শেষদিকে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় নেইমার। যে গোলটি দিয়ে তিনি পেলেকে ছোঁয়ার কৃতিত্ব গড়েছেন।
সেলেসাও জার্সিতে ১২৪ ম্যাচে ৭৭ গোলের মালিক হলেন নেইমার। ব্রাজিলের সর্বকালের সেরা গোলস্কোরার হিসেবে পেলের রেকর্ড থেকে দুই গোল পিছিয়ে বিশ্বকাপে এসেছিলেন। কাতার বিশ্বকাপেই রেকর্ডটি একার করে নেয়ার সুযোগ তার সামনে।
You must be logged in to post a comment.