বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৩ পূর্বাহ্ন

পেছালো ‘বীরকন্যা প্রীতিলতা’র মুক্তি

ফোরাম প্রতিবেদক / ১২৮ জন দেখেছেন
আপডেট : নভেম্বর ২৩, ২০২২
পেছালো ‘বীরকন্যা প্রীতিলতা’র মুক্তি
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

ব্রিটিশবিরোধী আন্দোলনের শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর নির্মিত ছবির মুক্তির তারিখ পেছানো হয়েছে। সিনেমাটি ২৫ নভেম্বর মুক্তি পাওয়ার কথা থাকলেও কারিগরি জটিলতার কারণে তা পিছিয়ে গেল।

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ থেকে সিনেমা নির্মাণ করেছেন প্রদীপ ঘোষ। সিনেমার নাম ‘বীরকন্যা প্রীতিলতা’।

বিষয়টি নিশ্চিত করে বীরকন্যা প্রীতিলতার পরিচালক প্রদীপ ঘোষ সংবাদ মাধ্যমকে জানান, ‘শেষ মূহূর্তে কিছু কারিগরি জটিলতা তৈরি হয়েছে। এই কারণে ২৫ নভেম্বর মুক্তির দিন পেছাতে হলো। যেহেতু সিনেমাটি সরকারি অনুদানপ্রাপ্ত তাই বিষয়টি আমরা মন্ত্রণালয়কেও জানিয়েছি।’

ডিসেম্বরে ঢাকায় দেশসেরা ১৬টি ব্যান্ডের কনসার্ট

তাহলে কবে নাগাদ মুক্তি পেতে পারে জানতে চাইলে পরিচালক বলেন, ‘এখনও কোনো তারিখ আমরা নির্ধারণ করিনি, তবে আশা করছি ডিসেম্বরে মুক্তি পাবে। আমাদের কারিগরি জটিলতার বিষয়টি কাটিয়ে উঠতে সপ্তাহখানেক সময় লাগবে, এরপরই আমরা জানাতে পারব কবে মুক্তি দিচ্ছি।’

২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানপ্রাাপ্ত বীরকন্যা প্রীতিলতা। এতে প্রীতিলতা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আর বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান