শারদীয় উৎসবে মেতে উঠেছে হিন্দু ধর্মাবলম্বীরা। পূজা ঘিরে বিভিন্ন মণ্ডপে হচ্ছে নানা আয়োজন। এই সময়টাতে পাশের দেশ ভারতও উৎসবমুখর। দেশটিতে হিন্দু সম্প্রদায়ের মানুষ সংখ্যায় বেশি হওয়াতে সেখানে পূজা ঘিরে নেওয়া হয় নানা উদ্যোগ, যা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজারও পর্যটক। পশ্চিমবঙ্গে এবারের দুর্গোৎসবে স্থান পেয়েছে জনপ্রিয় অভিনেত্রী পরী মণির সিনেমা!
সেখানকার একটি মণ্ডপের প্যান্ডেলে শোভা পাচ্ছে ওপার বাংলায় এ নায়িকার প্রথম সিনেমা ‘ফেলুবক্সী’র পোস্টার। বিষয়টি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পরী নিজেই। লিখেছেন, ‘শিগগিরই আসছে লাবণ্য…।’
দেবরাজ সিনহা পরিচালিত এ সিনেমায় পরী মণিকে দেখা যাবে ‘লাবণ্য’ চরিত্রে। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন টলিউডের সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার।
থ্রিলার ঘরানার এই সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সোহম। আর মধুমিতাকে দেখা যাবে ‘দেবযানী’ চরিত্রে।
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শতাফ ফিগার, সৃজিত আয়ুষ্মান সরকার প্রমুখ। সংগীত পরিচালনা করেছেন অদিতি বসু ও অম্লান চক্রবর্তী। পূজার পর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
You must be logged in to post a comment.