বর্তমানে ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রির যে রমরমা তার অন্যতম পথিকৃৎ আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’। ২০২১ এর ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ছবিটি সাউথ ইন্ডাস্ট্রি তথা ভারতীয় চলচ্চিত্রে এক অন্যতম মাইলফলক তৈরি করেছিল। পুষ্পারাজের স্টাইলে মাতোয়ারা হয়ে গিয়েছিল দর্শকরা। ডায়লগ থেকে শুরু করে ছবির গান, নাচের স্টেপ সবই রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল নেটপাড়ায়।
আর তা শুধু কিছুদিনের জন্য নয়, দীর্ঘদিন পর্যন্ত নেটপাড়া কাঁপিয়েছিল পুষ্পা। আন্তর্জাতিক তারকারা পর্যন্ত কোমর দুলিয়েছিলেন ‘শ্রীভল্লি’ বা ‘সামে সামে’র ছন্দে। পুষ্পা আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। পুষ্পা: দ্য রাইজ মুক্তি পাওয়ার পরেই জল্পনা শুরু হয়েছিল ছবির দ্বিতীয় অংশ ‘পুষ্পা: দ্য রুল’ নিয়ে।
পুষ্পা সিরিজের দ্বিতীয় ছবিতে আল্লুর বিপরীতে কাকে দেখা যাবে, কোথায় হবে ছবির শুটিং, কত বাজেটেই বা তৈরি হবে ছবি, আর সবথেকে বড় প্রশ্ন, কবে মুক্তি পাবে পুষ্পা: দ্য রুল? সম্প্রতি এ বিষয়েই মুখ খুলেছেন আল্লু অর্জুন। এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন, পুষ্পা ছবির দ্বিতীয় অংশের শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে। সম্ভবত আগামী বছরই মুক্তি পেতে পারে ছবিটি।
বেশ অনেকদিন ধরেই পুষ্পার সিক্যুয়েল নিয়ে জল্পনা চলছে নেটপাড়ায়। অবশেষে ছবির শুটিং শুরু হওয়ার খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি শুটিং শুরুর আগে বিশেষ পুজোও করা হয়েছিল সেটে। সিক্যুয়েল ছবি ‘পুষ্পা: দ্য রুল’ এর জন্য নাকি বাঁকুড়াতেও আসতে চলেছে ছবির টিম।
You must be logged in to post a comment.