আমেরিকান অভিনেতা হেনরি ফন্ডার মেয়ে জেন ফন্ডা ছিলেন হলিউড আইকন। তাঁর অভিনয় ক্যারিয়ার ৫০ বছরের বেশি । পুরষ্কার ছিলো তাঁর কাছে চীনাবাদাম । এই ‘পুরস্কার কন্যা’ জীবনে পেয়েছেন ২টি অস্কার, ৭টি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, ২টি ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড, আমেরিকান ফিল্ম ইন্ডাস্ট্রির আজীবন সম্মাননা, ১টি এমি অ্যাওয়ার্ডসহ অগুনতি আন্তর্জাতিক পুরস্কার । জেন ফন্ডা ও হেনরি ফন্ডা বিশ্বের একমাত্র কন্যা-পিতা জুটি যারা একই বছর অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন ।
১৯৮০ দশকে জেন ফন্ডার ফিটনেস ভিডিও’র ক্যাসেট সারাবিশ্বে জনপ্রিয় ছিলো । ঢাকার ছেলেমেয়েরাও এই ক্যাসেট দেখে ফিটনেস চর্চা করতো বলে আমাদের কাছে খবর আছে । সেই সময়েই জেন ফন্ডার ২ কোটির কাছাকাছি ফিটনেস ভিডিও’র ক্যাসেট বিক্রি হয়েছিলো । তিনি ছিলেন মানবতার পক্ষে ও নারী নির্যাতনের বিপক্ষে। আমেরিকান হয়েও তিনি ভিয়েতনাম ও ইরাক যুদ্ধের বিপক্ষে ছিলেন । তাঁর মানবাধিকার কর্মকাণ্ড বিশ্বে বিশেষভাবে আলোচিত।
জেন ফন্ডা ৩ সন্তানের জননী ।
You must be logged in to post a comment.