বানোয়াট মৃত্যুসংবাদ দিয়ে আলোচনায় আসা মডেল-অভিনেত্রী পুনমের বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানালেন মহারাষ্ট্রের বিধায়ক সত্যজিৎ তাম্বে। তাম্বের মতে, মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পুনম যা করেছেন তা শাস্তিযোগ্য অপরাধ।
গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ অভিনেত্রীর ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে তার মৃত্যুর খবর প্রচারিত হয়। এক দিন পর, শনিবার পুনম একটি ভিডিওয়ের মাধ্যমে নিজের বেঁচে থকার খবর নিশ্চিৎ করেন।
এদিকে তাম্বের মতে, ‘‘সমাজমাধ্যমে ভুয়া খবর আটকানোর জন্য পুলিশি তৎপরতা খুবই প্রয়োজন। পুনমের বিরুদ্ধে মামলাও দায়ের করা উচিত। উনি অন্যায় করেছেন। জরায়ু-মুখের ক্যানসার সমন্ধে সচেতনতা তৈরির বদলে তিনি মানুষকে ভয় পাইয়ে দিয়েছেন। তাঁর মৃত্যুসংবাদের মাধ্যমে কোনও সচেতনতা তৈরি হয়নি। বরং সমস্যা বেড়েছে।’’
মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি পুনম বলেন, পুরো বিষয়টি ছিলো জরায়ু-মুখের ক্যানসার নিয়ে সচেতনা বৃদ্ধির একটি প্রচার কৌশল মাত্র। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় জরায়ু-মুখের ক্যানসার নিয়ে সর্বত্র যে ভাবে লেখালিখি শুরু হয়ে তাতে খোশমেজাজে দেখা যায় এ অভিনেত্রীকে।
You must be logged in to post a comment.