মা হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। চিত্রনায়ক শরিফুল রাজ ও পরী দম্পতির ঘর আলোকিত করে এসেছে একটি পুত্র সন্তান। আজ বুধবার (১০ই আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা। গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরীর স্বামী শরিফুল রাজ। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।
সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য। গত কয়েকদিনে সন্তানের জন্য প্রচুর কেনাকাটা করেছেন রাজ ও পরীমনি। জামাকাপড়ের ছবি দেখে ধারণা করা গিয়েছিল, ছেলের মা হতে যাচ্ছেন পরী।
উল্লেখ্য, গত বছরের অক্টোবরে চুপিসারে বিয়ে করেছিলেন শরিফুল রাজ ও পরীমণি। এরপর তারা খবরটি প্রকাশ্যে আনেন চলতি বছরের ১০ই জানুয়ারি। একইদিন পরীর অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরও পাওয়া যায়।
You must be logged in to post a comment.