রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী সোনম কাপুর

ফোরাম প্রতিবেদক / ২০০ জন দেখেছেন
আপডেট : আগস্ট ২০, ২০২২
পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী সোনম কাপুর
দর্শক ফোরামের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

প্রথম সন্তানের মা হলেন বলিউড অভিনেতা অনিল কাপুরের মেয়ে অভিনেত্রী সোনম কাপুর। শনিবার (২০ আগস্ট) মুম্বাইয়ের একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

বাবা হলেন আনন্দ আহুজা। সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নীতু কাপুর।

প্রথম মা হওয়ায় সোনমকে এবং নানা হওয়ায় অনিল কাপুরকে শুভেচ্ছায়ও জানিয়েছেন তিনি।
এর আগে চলতি বছর মার্চে সোনম কাপুর ও আনন্দ আহুজা দম্পতি জানান, তাদের ঘরে নতুন অতিথি আসছে। এরপর বেশ কয়েকবার বেবি বাম্পের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন এই অভিনেত্রী।

নিজেদের প্রথম সন্তানের সুখবর জানিয়ে সোনম-আনন্দ দম্পতি এক যৌথ বিবৃতিতে বলেন, ‘২০.৮.২০০০-এ আমরা আমাদের শিশুপুত্রকে পেলাম। সব চিকিৎসক, নার্স, বন্ধু এবং আমাদের পরিবারের সদস্যদের অনেক ধন্যবাদ এই জার্নিতে পাশে থাকার জন্য। জানি এটা শুরু তবে বলতে পারি আমাদের জীবনটাই এবার বদলে গেল। – সোনম আর আনন্দ। ’

ফারাহ খানও একই নোট শেয়ার করেছেন এবং নতুন বাবা-মা এবং অনিল কাপুর এবং সুনীতা কাপুরকে শুভেচ্ছা জানিয়েছেন।

চলতি বছরের মার্চে সোনম মাতৃত্বকালীন শুটিংয়ের ছবি শেয়ার করে মা হওয়ার ঘোষণা দেন।

২০১৮ সালের ৮ মে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে ঘর বাঁধেন সোনম। এরপর ২০২২ সালের মার্চে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন তারা। লন্ডনের নটিং হিল বাংলোতে ছিলেন তারা। সেখান থেকে কিছুদিন আগে মুম্বাই ফেরেন এই দম্পতি। নিজের জন্মভূমিতেই প্রথম সন্তানের জন্ম দিলেন সোনম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

এ বিভাগের আরো খবর

২১ জুন-23 অ্যাওয়ার্ড অনুষ্ঠান