কোটা সংস্কার আন্দোলনের এক-দু’দিন পরই স্থবিরতা নেমে আসে ঢাকাই চলচ্চিত্রে। এর ফলে দীর্ঘদিন ধরেই শুটিং বন্ধ রয়েছে। সবশেষ গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেও এ পরিস্থিতি স্বাভাবিক হয়নি। দেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর একটু একটু করে চলছে নতুন সিনেমার প্রস্তুতি। তবে নির্ধারিত সময়ে হচ্ছে না বেশ কিছু সিনেমার শুটিং। পিছিয়ে গেছে শাকিব খান অভিনীত বিগ বাজেটের দুটি সিনেমার শুটিং।
এই সুপারস্টারের চুক্তিবদ্ধ হওয়া ‘বরবাদ’ সিনেমাটির শুটিং হওয়ার কথা ছিল আসছে সেপ্টেম্বরে। তবে শুটিং পিছিয়েছে বলে জানিয়েছে এর প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়। এতে ‘প্রিয়তমা’র পর শাকিব খানের বিপরীতে ফের জুটি বাঁধতে চলেছেন টলিউড অভিনেত্রী ইধিকা পাল।
এ ছাড়া শাকিবের ‘শের’ নামে আরও একটি সিনেমার শুটিং পিছিয়েছে। আগামী ডিসেম্বরে এর শুটিং শুরুর কথা ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার তাঁরা আগামী বছর সিনেমাটির শুটিংয়ের পরিকল্পনা করেছেন। এটি নির্মিত হবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়।
প্রসঙ্গত, বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন শাকিব খান। চলতি মাসের শেষদিকে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। অন্যদিকে, সম্প্রতি শাকিবিয়ানরা পেয়েছেন সুখবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একটি দল কিনেছেন এই তারকার প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান।
You must be logged in to post a comment.